Wellcome to National Portal
Main Comtent Skiped

অফিস সম্পর্কিত

অফিস পরিচিতি

 

বাংলাদেশের বৃহত্তর রাজশাহী, দিনাজপুর, রংপুর,বগুড়া ও পাবনা জেলার অংশ বিশেষ  এবং ভারতের পশ্চিম বঙ্গের মালদহ জেলা নিয়ে ভৌগলিকভাবে বরেন্দ্র অঞ্চল গঠিত। বরেন্দ্র অঞ্চলে রুক্ষ আবহাওয়ার কারনে মধ্য জুন হতে অক্টোবরের প্রারম্ভে উচ্চ তাপমাত্রা বিরাজ করে  নভেম্বর হতে ফেব্রুয়ারী পর্যন্ত কোন বৃষ্টিপাত হতনা বললেই চলে। এখানকার চাষাবাদ মূলতঃ বৃষ্টি নির্ভর। প্রাথমিকভাবে রাজশাহী, চাঁপাই নবাবগঞ্জ ও নওগাঁ জেলার ১৫টি উপজেলা নিয়ে ১৯৮৫ সালের জুন মাসে কৃষি ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন সাধনের জন্য ‘‘বরেন্দ্র সমন্বিত এলাকা উন্নয়ন প্রকল্প’’ চালু করা হয়। প্রকল্পের কার্যক্রমের অগ্রগতির সুফল বিবেচনা করে পরবর্তীতে উপরোক্ত জেলা সমূহের ২৫টি উপজেলার প্রাকৃতিক ভারসাম্যতা রক্ষা, মরু প্রবনতা রোধ ও কৃষি ক্ষেত্রে সার্বিক উন্নয়নের মাধ্যমে জনসাধারণের জীবনযাত্রার মান উন্নয়ন তথা অর্থনৈতিক উন্নয়ন সাধনের লক্ষ্যে ১৯৯২ সালের জানুযারী মাসে ‘‘বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)’’ গঠন করা হয়। পরবর্তী ২০০৩ সালের বৃহত্তর দিনাজপুরের  ০৩ জেলা এবং ২০০৪ সালে বৃহত্তর রংপুরসহ রাজশাহী ও রংপুর বিভাগের সবগুলো জেলাতেই বরেন্দ্র কর্তৃপক্ষ সেচ কার্যক্রমসহ অন্যান্য উন্নয়ন মূলক কার্যক্রম সম্প্রসারিত হয়েছে।

 

রংপুর বিভাগের ৮টি জেলায় বরেন্দ্র বহমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) কার্যক্রম ২টি সার্কেল অফিসের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়।

(ক) রংপুর সাের্কল যার অধিক্ষেত্র ৫টি জেলা। যথা- রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট গাইবান্ধা জেলা।

    (খ) ঠাকুরগাঁও সার্কেল যার অধিক্ষেত্র- দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলা।