Wellcome to National Portal
Main Comtent Skiped

প্রকল্প

গুরুত্বপূর্ণ প্রকল্প সমূহঃ

১। ‘‘ভূ-উপরিস্থ পানি উন্নয়নের মাধ্যমে বৃহত্তর দিনাজপুর ও জয়পুরহাট জেলায় সেচ সম্প্রসারণ’’ প্রকল্পঃ

প্রকল্পের উদ্দেশ্য (ক) ২০০ কিঃমিঃ খাল, ৬০টি জলাশয় পুনঃ খনন, ১৬৫টি বিদ্যুৎ/সৌরশক্তি চালিত লো-লিফট পাম্প (এলএলপি) স্থাপন এবং প্রয়োজনীয় সেচ অবকাঠামো নির্মাণের মাধ্যমে ২৩,৩৪০ হেক্টর জমিতে ভূ-উপরিস্থ পানির সাহায্যে সেচ কার্যক্রম সম্প্রসারণ ও জলাবদ্ধতা দূরীকরণের মাধ্যমে প্রতিবছর অতিরিক্ত প্রায় ১.৭৭ লক্ষ মেট্রিক টন ফসল উৎপাদন;  (খ) ৬০টি পাতকূয়া খননের মাধ্যমে স্বল্প সেচের ফসল/সব্জি উৎপাদন; (গ) সেচ কাজে নবায়নযোগ্য সৌরশক্তির ব্যবহার; (ঘ) প্রকল্প এলাকায় কৃষক প্রশিক্ষণ ও আত্ম-কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি।

        প্রকল্পের প্রধান কার্যক্রম

  1. খাল পুনঃখনন-২০০ কিঃমিঃ (৩৩টি খাল);
  2. জলাশয় পুনঃখনন-৬০টি;
  3. সাবমার্জড ওয়্যার নির্মাণ-২৫টি;
  4. বিদ্যুৎ/সৌরশক্তি চালিত লো-লিফ্ট পাম্প (এলএলপি) স্থাপন-১৬৫টি (বিদ্যুৎ চালিত-৩০টি, সৌরশক্তি চালিত-১৩৫টি);
  5. ভূ-গর্ভস্থ সেচ নালা নির্মাণ-১৬৫টি (১,৫০০ মিটারের-১৪০টি, ৬৫০ মিটারের-২৫টি);
  6. ভূ-গর্ভস্থ সেচনালা বর্ধিতকরণ-১০০০টি (প্রতিটি ৫৯০ মিটার);
  7. সৌরশক্তি চালিত পাতকূয়া নির্মাণ-৬০টি;
  8. প্রি-পেইড মিটার ক্রয়-১৬৫টি;
  9. অফিস ভবন নির্মাণ-০৯টি।

 

২। অচালু / অকেজো গভীর নলকুপ গুলি সচল করন- “উত্তর বাংলাদেশ গভীর নলকুপ প্রকল্প- ঠাকুরগাঁও” কর্তৃক স্থাপিত ১২১৭টি গভীর নলকূপ এবং বিএডিসি কর্তৃক স্থাপিত ৬২৪টি গভীর নলকুপ সমূহের যেগুলি অচালু/অকেজো হয়ে দীর্ঘদিন ধরে পড়ে ছিল সেসমস্ত গভীর নলকুপগুলো বিএমডিএ কর্তৃক পূর্নবাসনপূর্বক পুনরায় সেচকাজে ব্যবহার করা হচেছ।

৩। পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর ও জয়পুরহাট সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্প- প্রকল্প এলাকা ঃ পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর ও জয়পুরহাটএই চারটি জ়েলা নিয়ে এই প্রকল্পের কাযক্রম চালু রয়েছে (প্রকল্পের মেয়াদ-অক্টোবর /১০ থেকে জুন/১৬ পর্যন্ত)। এই প্রকল্পের আওতায় মোট ১২০০টি গভীর নলকুপ স্থাপন; ১১২কিঃমিঃ খাস খাল/খাড়ি/নদী পুনঃ খনন; ক্রসড্যাম নির্মান; বনায়ন কাযক্রম; অফিস বিল্ডিং নির্মান প্রভৃতি। এই প্রকল্প এলাকার জেলা সমূহের বিভিন্ন উপজেলায় আবাদযোগ্য কৃষি জমিতে সেচ প্রদানের জন্য গভীর নলকুপ স্থাপন করা হয়ে থাকে। প্রকল্পের আওতায় ১২০০টি গভীর নলকূপ স্থাপনের বিপরীতে  ইতিমধ্যে ৩০৬টি গভীর নলকূপ স্থাপিত হয়েছে এবং সেচ কাজে ব্যবহৃত হচেছ। বাকী গভীর নলকূপ সমূহ আগামীতে স্থাপনের পরিকল্পনা রয়েছে। ১১২কিঃমিঃ খাস খাল/খাড়ি/নদী পুনঃ খননের বিপরীতে এ পযন্ত ৭৬ কিঃমিঃ খাস খাল/খাড়ি/নদী পুনঃ খননকরা হয়েছে। বাকী কাজ আগামীতে সম্পাদন করা হবে।

৪। সেচের গভীর নলকূপ হতে গ্রামীন জনপদে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ প্রকল্প -  গ্রামের নিকটবর্তী স্থানে স্থাপিত সেচের গভীর নলকুপ হতে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করা হয়ে থাকে। এ ক্ষেত্রে গভীর নলকুপের পার্শ্ববর্তীস্থানে ২৫ হাজার লিটার ধারন ক্ষমতা সম্পন্ন ওভার হেড ট্যাংক নির্মান পূর্বক ৮০০০ ফুট ভূ-গর্ভস্থ পাইপ ও ৪৬টি ফসেট (ট্যাপ) এর মাধ্যমে গ্রামীণ জনপদে আর্সেনিক মুক্ত বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করা হয়ে থাকে। অত্র ইউনিটের আওতায় ১৬৫টি স্থাপনা নির্মান করা হয়েছে। উক্ত স্থাপনা সমূহ থেকে যারা পানি পান করেন অথবা গৃহস্থালি কাজে ব্যবহার করেন তাদের মাসিক খরচ পরিবার প্রতি ৩-৪ টাকা পড়ে থাকে। নিভৃত পল্লীতে শহরের সুবিধা সৃষ্টি হয়েছে।

৫। বনায়ন কার্যক্রম- পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর ও জয়পুরহাট সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্প এবং প্রাকৃতিক ভারসাম্য আনয়ন কল্পে বিএমডিএ কর্তৃক বিভিন্ন রাস্তা, সরকারী খাসজমি ওখালখাড়ির পাড়ে বিভিন্ন জাতের বনজ, ফলজ ও ঔষধি গাছ রোপন করা হয়।

৬। কৃষক পর্যায়ে উন্নত বীজ উৎপাদন ও বিপণনঃ বিএমডিএ কর্তৃক চুক্তি বদ্ধ কৃষকদের মাধ্যমে উন্নত জাতের (Hyv) বীজ উৎপাদান করা হয়। কৃষক যাতে স্বল্প মূলে ধান বীজ ক্রয় করে উৎপাদন বাড়াতে পারে সেই লক্ষে ধান বীজ প্রক্রিয়াজাতকরণ পূর্বক সুলভ মুল্যে কৃষকদের নিকট সরাসরি বিতরন করা হয়।