গুরুত্বপূর্ণ প্রকল্প/কমসূচী সমূহ
পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর ও জয়পুরহাট সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্প-রংপুর বিভাগের ঠাকুরগাঁও সার্কেলের আওতাধীন ৩টি জেলার (পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর) ও রাজশাহী বিভাগের ১টি জেলার (জয়পুরহাট) বিভিন্ন উপজেলায় আবাদযোগ্য কৃষিজমিতে সেচ প্রদানের জন্য গভীর নলকুপ স্থাপন করা হয়ে থাকে (প্রকল্প মেয়াদ-অক্টোবর ২০১০ থেকে জুন ২০১৭ পর্যন্ত)। এ ক্ষেত্রে আগ্রহী কৃষকগণ গভীরনলকুপ গ্রহনের জন্য সংশ্লিষ্ট্উপজেলার সহকারী প্রকৌশলী, বিএমডিএ’র দপ্তরেআবেদন করেন। আবেদন প্রাপ্তির পর সহকারী প্রকৌশলীর দপ্তর হতে সম্ভাব্যতাযাচাই করে সুপারিশসহ নলকুপ স্থাপনের জন্য নির্বাহী প্রকৌশলীর দপ্তরেপ্রস্তাবপ্রেরন করা হয়। অতঃপর নির্বাহী প্রকৌশলীর দপ্তর কর্তৃক উক্তপ্রস্তাবেরবিপরীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। অক্টোবর'২০১০ হতে জুন'২০১৭ অর্থ বছর পর্যন্ত ৪টি জেলায় মোট ৭৯০টিগভীর নলুকপ স্থাপন করা হয়েছে।
খাস খাল/খাড়ী/নদী/পুকুর পুনঃ খনন- পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর ও জয়পুরহাট সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্প এর মাধ্যমে ঠাকুরগাঁও সার্কেলের আওতাধীন ৩টি জেলার (পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর ও জয়পুরহাট)বিভিন্ন উপজেলায়খাস খাল/খাড়ি/নদী পুনঃ খনন করা হয়েছে ১১২কিঃমিঃ এবং পুকুর পুনঃ খনন করা হয়েছে ১১টি।
সেচ প্রদান- বিএমডিএ ঠাকুরগাঁও সার্কেল এর আওতাধীন ৩টি জেলায় মোট ২৯৯৯টি গভীর নলকুপের মাধ্যমে কৃষকগণকেস্বল্পমুল্যে কৃষি জমিতে সেচ প্রদান করা হয়। এ ক্ষেত্রে সেচচার্জ হিসেবে ঘন্টাপ্রতি ১০০/- টাকার কুপন/ষ্মাটকার্ড এর মাধ্যমে গ্রহণ করা হয়ে থাকে। কৃষকগণ তার চাহিদা মোতাবেক সেচ গ্রহনের জন্যসংশ্লিষ্ট উপজেলা/জোনাল অফিসঅথবা স্থানীয় পর্যায়ে বিএমডিএ কর্তৃক নিয়োগকৃত কুপন/ষ্মাটকার্ড ডিলারে নিকট থেকে প্রয়েজনীয়কুপনষ্মাটকার্ড রিচার্জকরে জমিতে সেচ প্রদান করতে পারে।
অফিস বিল্ডিং নির্মাণ- পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর ও জয়পুরহাট সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্প এর মাধ্যমে ঠাকুরগাঁও সার্কেলের আওতাধীন ৩টি জেলায় (পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর)০৩ টি রিজিয়নাল বিল্ডিং নিমাণ করা হয়, তিনটি উপজেলায়০৩ টি রিজিয়নাল বিল্ডিং নিমাণ এবং ০৪টি গুদাম ঘর নিমাণ করা হয়েছে।
বনায়ন কার্যক্রম-পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর ও জয়পুরহাট সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্প এবং প্রাকৃতিকভারসাম্য আনয়নকল্পে সামাজিক বনায়ন কাযক্রমের আওতায় বিএমডিএ কর্তৃক ৪৪কিঃমিঃ বিভিন্ন রাস্তা, সরকারী খাস জমি,খাস খাল/খাড়িও খাস পুকুর পাড়ে বিভিন্ন জাতের৬লক্ষ বনজ, ফলদও ঔষধি গাছ রোপন করা হয়েছে।
সেচের পানি বিতরণের নালা নির্মাণ- নিয়ন্ত্রিত সেচ সুবিধা প্রদান ও সেচের পানির অপচয় রোধকল্পে প্রতিটি গভীর নলকূপে পর্যায়েক্রমে ২০০০ ফুট ভূ-গর্ভস্থ সেচনালা নির্মাণ করা হয়। নালা নির্মানের ক্ষেত্রে ১০ইঞ্চি ডায়া ইউপিিভসি পাইপ ব্যবহার করা হয়ে থাকে।
বিদ্যুৎ লাইন নির্মান- ডিজেলের মাধ্যমে সেচ প্রদান অত্যান্ত ব্যয় বহুল। কৃষকদের সেচ খরচ হ্রাসেরজন্য প্রতিটি গভীর নলুকপে বিএমডিএ কর্তৃক ১০কেভিএবৈদ্যুতিক লাইন নির্মাণপূর্বক গভীর নলকুপ সমুহে বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়ে থাকে। বিএমডিএকর্তৃক পরিচালিত সকল সেচ যন্ত্র বিদ্যুৎ চালিত।
বিশুদ্ধ খাবার পানি সরবরাহ- গ্রামের নিকটবর্তী স্থানে স্থাপিত সেচের গভীর নলকুপ হতে গ্রামে বিশুদ্ধখাবার পানি সরবরাহ করা হয়ে থাকে। এ ক্ষেত্রে গভীর নলকুপের পার্শ্ববর্তীস্থানে ২৫ হাজার লিটার ধারন ক্ষমতা সম্পন্ন ওভার হেড ট্যাংক নির্মান পূর্বক৮০০০ ফুট ভূ-গর্ভস্থ পাইপ ও ৪৬টি ফসেট (ট্যাপ) এর মাধ্যমে গ্রামীণ জনপদেআর্সেনিক মুক্ত বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করা হয়ে থাকে।বিএমডিএ ঠাকুরগাঁও সার্কেলের আওতাধীন ৩টি জেলাগুলোতে এ পর্যন্ত ১৬৫ টি ওভার হেড ট্যাংকনির্মানের মাধ্যমে গ্রামীন জনপদে এ সেবা প্রদান করা হচ্ছে। এর আওতায় পরিবার প্রতি মাসে ৩-৪ টাকা করে পানির খরচ পড়ে থাকে।
কারিগরি সেবা প্রদান- গভীর নলকুপ একজন অপারেটরের মাধ্যমে পরিচালনা করা হয়। পরিচালনার ক্ষেত্রে কোন প্রকার যান্ত্রিক ত্রুটি দেখা দিলে সংশ্লিষ্টঅপারেটর বিএমডিএ’রউপজেলা পর্যায়ের অফিসে অভিযোগ করেন। অভিযোগ প্রাপ্তির পর সহকারী প্রকৌশলীরনিয়ন্ত্রণাধীন উচ্চতরউপ-সহকারী প্রকৌশলী/উপ-সহকারী প্রকৌশলীর, মেকানিক/সহকারী মেকানিক মাধ্যমে অভিযোগের সত্যতা নিরূপন পূর্বক যতদুর সম্ভবতাড়াতাড়ী সমাধান করা হয়।
বীজ উৎপাদন ও বিপণনঃবিএমডিএকর্তৃক চুক্তি বদ্ধ কৃষকদের মাধ্যমে উন্নত জাতের (Hyv) বীজ উৎপাদান করা হয়।কৃষক যাতে স্বল্প মূলে ধান বীজ ক্রয় করে উৎপাদন বাড়াতে পারে সেই লক্ষে ধান বীজ প্রক্রিয়াজাত করণপূর্বক সুলভ মুল্যে কৃষকদের নিকটসরাসরি বিতরন করাহয়।